কালীঘাট থেকে তারাপীঠ, নববর্ষে ভিড় নেই, বন্ধ মন্দিরে নিয়ম মেনে পুজো

Continues below advertisement
অন্যান্য বছরের এই দিনটায় মানুষের ভিড়ে তিলধারণের জায়গা থাকে না মন্দির চত্বরে।বাংলা নববর্ষের প্রথম দিনে  হালখাতার পুজো দিতে আসা মানুষের ভিড় সামলাতে হিমসিম খান পূজারীরা। কিন্তু এবার নববর্ষের দিন সব শুনসান। বন্ধ মন্দিরের দরজায় মাথা ঠেকিয়ে পুজো সেরেছেন ভক্তরা। একই ছবি ঠনঠনিয়া কালীবাড়ি এবং দক্ষিণেশ্বরেও। তবে বন্ধ তারাপীঠে রীতি মেনে মঙ্গলারতি এবং পুজো হয়েছে। পালাদার এবং পাস রয়েছে এমন ব্যক্তিদের মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয় এদিন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram