JNU Clash: JNU চত্বরে ফের উত্তেজনা, সংঘর্ষে জড়াল ABVP ও বাম ছাত্র সংগঠন। ABP Ananda Live
Continues below advertisement
JNU চত্বরে ফের সংঘর্ষে জড়াল ABVP ও বাম ছাত্র সংগঠন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সভায় গন্ডগোল শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও দুই বাম ছাত্র সংগঠন AISA এবং SFI সদস্যরা। দু’পক্ষেরই দাবি, সংঘর্ষে আহত হয়েছে তাদের বেশ কয়েকজন সদস্য।
Continues below advertisement