ED Extension: ইডি-র ৮ উচ্চপদস্থ আধিকারিকের কার্যকালের মেয়াদ বৃদ্ধি। Bangla News
Continues below advertisement
ইডি-র ৮ জন উচ্চপদস্থ আধিকারিকের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হল। কারও মেয়াদ বাড়ানো হল ২ বছর, কারও মেয়াদ বাড়ল ৩ বছর। মেয়াদ বাড়ল ইডি-র অ্যাডিশনাল ডিরেক্টর সোনিয়া নারাঙ্গ, যোগেশ শর্মা। মেয়াদ বাড়ল জয়েন্ট ডিরেক্টর সুদেশ কুমার শেওরানের মতো আধিকারিকদের। এই আধিকারিকদের অনেকেই কয়লা, গরু পাচার ও এসএসসি দুর্নীতিকাণ্ডের তদন্তে যুক্ত। আগামীদিনে এই তদন্তকে সবচেয়ে গুরুত্ব দিতে চাইছে ইডি, তা এই পদক্ষেপেই স্পষ্ট, মত ওয়াকিবহাল মহলের।
Continues below advertisement
Tags :
Increase Bangla News Bangla News Live Coal Scam Cattle Smuggling Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ED ABP Ananda Bengali News High Ranking Officers Tenure