Terror Attack : 'মৌলবাদী সংস্থাগুলোর টনক নড়েছে', তহব্বুর রানার প্রত্যর্পণে বললেন দেবাশিস দাস

ABP Ananda LIVE : মুম্বইয়ের জঙ্গি হানার অন্যতম দোষী তহব্বুর রানার প্রত্যর্পণে আর কোনও বাধা রইল না। তহব্বুর রানাকে ভারতে প্রত্যর্পণের ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই মামলায় তহব্বুর রানার পুনর্বিবেচনার আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে। ২০০৮ এ মুম্বইয়ে জঙ্গি হামলায় দোষীসাব্যস্ত রানার প্রত্যর্পণ অনেক দিন ধরেই চাইছিল ভারত। এবার তহব্বুর রানাকে ভারতে নিয়ে আসা হবে।রানাকে হাতে পাওয়া ভারতের বড় জয়, মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। 'মৌলবাদী সংস্থাগুলোর এবং অগণতান্ত্রিক শাসনব্যবস্থাগুলোর টনক নড়েছে', বললেন দেবাশিস দাস।  

Terror News LIVE : মুম্বইয়ের জঙ্গি হানার অন্যতম দোষী তহব্বুর রানার ভারতে প্রত্যর্পণে সবুজ সঙ্কেত !

মালদার কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। হায়দরাবাদ থেকে ধৃত আব্দুল আলিম ও জবিদুল মোমিন। খুনের সঙ্গে ২ জনেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। ১৪ জানুয়ারি, কালিয়াচকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় তৃণমূল কর্মী আতাউল হককে। আক্রান্ত হন তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ভাই, তৃণমূলের প্রাক্তন প্রধান। ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জাকির শেখ আগেই গ্রেফতার হয়েছে। এবার হায়দরাবাদ থেকে গ্রেফতার হল জাকিরের ছেলে আব্দুল আলিম-সহ ২ জন। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola