Terrorist Arrest: কসাবের ধাঁচেই জঙ্গি ট্রেনিং দেওয়া হয়েছিল জাভেদকে ? উত্তর খুঁজছেন গোয়েন্দারা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP ANANDA LIVE: লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার্সে একাধিকবার যাতায়াত, মুম্বইয়ের ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ছেলে তালহা্ সইদের সঙ্গে একাধিকবার বৈঠক-- ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির পাক-যোগ আরও স্পষ্ট। আজমল কসাবকে যেখানে ট্রেনিং দেওয়া হয়েছিল, লাহৌরের সেই মুদরিকেতে কী করতে গেছিল এই জঙ্গি? তাকেও কি কসাবের ধাঁচেই জঙ্গি ট্রেনিং দেওয়া হয়েছিল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা।

আরও খবর...

আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সব প্রাথমিক স্কুলে চালু হতে চলেছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২টি করে পরীক্ষা হবে বলে জানালেন পর্ষদ সভাপতি। জুনে হবে প্রথম সেমিস্টার,  ডিসেম্বরে দ্বিতীয়টা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৈরি করে দেওয়া প্রশ্নপত্র অনুযায়ী হবে পরীক্ষা।

কলকাতা মেট্রোয় অভাব মেট্রো ম্য়ানের। সূত্রের খবর, ২০২২ এর পর ফাঁকা স্থান বেশকিছু পূরণ করা গেলেও এখনও ফাঁকা রয়েছে কিছু। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, শহরে নতুন নতুন মেট্রো পরিষেবা যখন শুরু হচ্ছে, তখন পর্যাপ্ত সংখ্য়ক মোটর ম্য়ান না থাকলে, তার প্রভাব পড়বে না তো পরিষেবায়? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram