Tripura Flood News: ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি, জলের তলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা

ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। এখনও জলের তলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। আজ আকাশপথে এলাকার পরিস্থিতি পরিদর্শনে করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 

ক্রমশই ঘোরালো হয়ে উঠছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি।জলের তলায় চলে গেছে মাইলের পর মাইল এলাকা। ভেঙে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে গ্রামের পর গ্রাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মাথার ওপরের ছাদ হারিয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিতে হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। প্রকৃতির রুদ্ররোষের শিকার এবার দেশের উত্তর-পূর্বের রাজ্যটি। বিপদসীমার উপর দিয়ে বইছে ত্রিপুরার গোমতী ও মনু-সহ একাধিক নদীর জল।                              

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola