G20 Summit 2023: আজ থেকে শুরু G-20 সম্মেলন, প্রথমবার এই আন্তর্জাতিক ইভেন্টের আয়োজক ভারত
Continues below advertisement
G20 Summit Day 1:দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু G-20 সম্মেলন। প্রথমবার ভারত এই আন্তর্জাতিক ইভেন্টের আয়োজক। প্রথম পর্যায়ে আলোচনার বিষয় হল 'ওয়ান আর্থ'। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জার্মান চ্যান্সেলর ওলফ স্কোলজ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। দ্বিতীয় পর্যায়ে আলোচনার বিষয় হবে 'ওয়ান ফ্যামিলি'। আলোচনা শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্রনেতারা। নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে। নৈশভোজে যোগ দিতে দিল্লি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Continues below advertisement