Launch of 5G Service: ষষ্ঠীতেই দেশে ফাইভ জি পরিষেবার সূচনা, প্রথম দফায় দেশের ১৩টি শহরে পরিষেবা

টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনা। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী ফাইভ জি টেলিকম পরিষেবার সূচনা করলেন এই পরিষেবার কী কী সুবিধা, কত দ্রুত সংযোগ করা সম্ভব, তা প্রধানমন্ত্রীর সামনে হাতেকলমে দেখালেন দেশের তিনটি বড় টেলিকম সংস্থার প্রতিনিধিরা। বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার কীভাবে সম্ভব, তাও দেখানো হয় প্রধানমন্ত্রীকে। কলকাতা সহ দেশের ১৩টি শহরে এই পরিষেবা আপাতত চালু হবে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola