লকডাউনের আগে লোনাভলার প্রিয় ফার্মহাউজে থাকার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে কেন সেখানে গেলেন না সুশান্ত? উত্তর খুঁজছে সিবিআই
গোয়েন্দারা জানতে পেরেছেন, সুশান্ত সিংহ রাজপুত মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে লোনাওয়ালায় তাঁর ফার্ম হাউজ 'হ্যাংআউট ভিলা'তে ২-৩ মাস কাটানোর পরিকল্পনা করেছিলেন। ফার্মহাউসের ম্যানেজার রিয়াজ জানান, তিনি কখনও সুশান্তকে মানসিকভাবে বিপর্যস্ত দেখেননি।
Tags :
Hang Out Villa SSR Death Sushant Singhs Farm House Lonavala SSR ABP Live Abp Ananda Sushant Singh Rajput