Kashmir News: হামলাস্থল থেকে ৪০ মিটার দূরে সীমান্তের ওপারে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা !
ABP Ananda LIVE: কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যুমিছিল, হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ । পহেলগাঁওতে হামলাকারী ৪ জঙ্গির ছবি প্রকাশ । হামলাকারীদের মধ্যে ২ জন পাকিস্তানি জঙ্গি আদিল ও আসিফ । পহেলগাঁওতে হামলার মাস্টার মাইন্ড আদিল গুরু, সূত্রের খবর । ২০১৮ সালে ভারতে অনুপ্রবেশ পাক জঙ্গি আদিলের, সূত্রের খবর । এখনও অধরা হামলাকারী জঙ্গিরা, উপত্যকার চিরুনি তল্লাশি । ড্রোন উড়িয়ে তল্লাশি নিরাপত্তা বাহিনীর
হামলাকারীরা পাকিস্তানে পালিয়ে গেছে, অনুমান গোয়েন্দাদের । পাকিস্তান থেকে ৮ ঘণ্টা ট্রেক করে পহেলগাঁওতে পৌঁছয় জঙ্গিরা, খবর সূত্রের
পহেলগাঁওতে ঘটনাস্থলে পৌঁছল NIA, সেনাকে সতর্ক থাকার নির্দেশ
আরও খবর...
নিরীহ পর্যটকদের রক্তে রক্তাক্ত ভূস্বর্গ। জঙ্গি হামলার জেরে থমথমে গোটা কাশ্মীর। আর সেই আবহেই হামলাকারী জঙ্গিদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য় সামনে এল। জানা যাচ্ছে, মঙ্গলবার পহেলগাঁওয়ে যে জঙ্গিরা হামলা চালায়, সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকেই ভারতে প্রবেশ করে তারা। শুধু তাই নয়, জঙ্গিদের মধ্য়ে কাশ্মীর থেকে পাকিস্তান যাওয়া দুই যুবকও থাকতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের। (Kashmir Terror Attack)