বেসরকারি বাসের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ২০ টাকা, প্রতি ৪ কিমিতে বাড়বে ৫ টাকা
Continues below advertisement
বুধবার থেকে কলকাতা ও পার্শবর্তী এলাকায় নির্ধারিত রুটে শুরু হয়েছে সরকারি বাস পরিষেবা। কনটেনমেন্ট জোনের বাইরে বিধি মেনে চালু হয়েছে অ্যাপ নির্ভর ক্যাবও। এবার কনটেনমেন্ট জোনের বাইরে চাকা গড়াতে চলেছে বেসরকারি বাস ও মিনি বাসের। ভাড়া ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসে জয়েন্ট কাউন্সিল অফ সিন্ডিকেট ও জেলার কয়েকটি বাস মালিক সংগঠন। জয়েন্ট কাউন্সিল অফ সিন্ডিকেট সূত্রে খবর, কলকাতার মধ্যে বাসে উঠলে প্রথম ৪ কিমির জন্য দিতে হবে ২০টাকা। তার পর প্রতি ৪ কিমিতে ৫ টাকা করে। এই হিসেবে ২০ কিমি গেলে ভাড়া হবে ৪০ টাকা।
Continues below advertisement