Narendra Modi : '২৩ অগাস্ট চন্দ্রাভিযানের দিন এখন থেকে জাতীয় মহাকাশ দিবস' ঘোষণা প্রধানমন্ত্রীর

Continues below advertisement

ABP Ananda LIVE: 'চাঁদ স্পর্শ করার ঐতিহাসিক ক্ষণ কখনও ভোলা যাবে না'। 'এই ঘটনাকে বা স্তবে করে দেখিয়েছেন দেশের বিজ্ঞানীরা'। 'আপনাদের আমি স্যালুট করছি'। 'প্রজ্ঞান চাঁদের বুকে তার ছাপ ছেড়ে যাচ্ছে'। 'মানবসভ্যতা প্রথমবার চাঁদের দক্ষিণ মেরু লাগোয়া এলাকার ছবি দেখছে'। 'আর এই কাজ করে দেখিয়েছে ভারত'। 'মুন মিশন চাঁদের রহস্যভেদ করবে'। 'চন্দ্রযান ৩-এর টাচডাউন পয়েন্টের নাম এখন থেকে শিবশক্তি'। 'চন্দ্রযান ২ যেখানে চাঁদকে স্পর্শ করেছিল, এখন থেকে তার নাম তেরঙ্গা'। 'তেরঙ্গা পয়েন্ট এই শিক্ষা দেবে, কোনও ব্যর্থতা চিরস্থায়ী নয়' 'তৃতীয় বিশ্বের দেশ ভারত আজ প্রথম সারিতে'। 'এই যাত্রায় বড় ভূমিকা পালন করেছে ইসরো'। 'ইসরো মেক ইন ইন্ডিয়াকে চাঁদে পৌঁছে দিয়েছে'। '২৩ অগাস্ট চন্দ্রাভিযানের দিন এখন থেকে জাতীয় মহাকাশ দিবস'। 'অনন্ত আকাশে অনন্ত সম্ভাবনা ভারতের জন্য অপেক্ষা করছে'। 'ভবিষ্যৎ প্রজন্মের রোল মডেল ইসরো'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram