কেন্দ্রের আগেই রাজ্য লকডাউন ঘোষণা করেছে, এখনই ঘর থেকে বেরনোর চেষ্টা করবেন না, বললেন মুখ্যমন্ত্রী
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লকডাউন মানতে হবে, লকডাউন নিয়ে কেন্দ্রের কাছে স্বচ্ছ নির্দেশিকা চাইছি, জানালেন মুখ্যমন্ত্রী। অভূতপূর্ব এক সংকট এবং এর থেকে মুক্তি পেতে হবে, কেন্দ্র লকডাউন ঘোষণা করার আগেই রাজ্য লকডাউন ঘোষণা করে, মন্তব্য করলেন মমতা বন্দোপাধ্যায়। আরও জানালেন এখনই ঘর থেকে বেরনোর চেষ্টা করবেন না।
Tags :
Two Positive Corona Case Corona In Delhi Corona In Lucknow Corona Virus In India Corona In West Bengal China Corona Union Health Minister Harsh Vardhan Corona Abp Ananda Coronavirus Mamata Banerjee