The Telegraph School Awards for Excellence 2020: উৎকর্ষের স্বীকৃতি, দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্সে শিক্ষক-পড়ুয়াদের পাশাপাশি সম্মানিত অভিভাবক-অশিক্ষক কর্মীরাও

Continues below advertisement
দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ২০২০ এবার ভার্চুয়াল মাধ্যমে হল। শিক্ষক-পড়ুয়াদের পাশাপাশি সম্মানিত করা হল অভিভাবক এবং অশিক্ষক কর্মীদের। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি। জীবনের জয়গান। শুরুর কথা বলতে গিয়ে স্মৃতির ঝাঁপি উপুর করলেন ব্যারি ও'ব্রায়েন। এবছর যুগ্ম বর্ষসেরা স্কুলের শিরোপা পেল হেরিটেজ স্কুল এবং ডি পি এস মেগাসিটি। শুধুমাত্র পড়াশোনা নয়, অন্যান্য ক্ষেত্রেও উৎকর্ষতার জন্য পুরস্কার পেল লক্ষ্মীপথ সিংহানিয়া ও সাউথ পয়েন্ট হাই স্কুল। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সঙ্গীত এবং অন্যান্য বিভাগে পারদর্শিতার জন্য বিশেষ পুরস্কার হয় ছাত্র-ছাত্রীদের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram