Adani Issue: আদানি ইস্য়ুতে নীরব মোদি সরকার, উল্টো পথে হাঁটল উত্তরপ্রদেশের যোগী আদিত্য়নাথ সরকার!

Continues below advertisement

আদানি ইস্য়ুতে নীরব মোদি সরকার। এই পরিস্থিতিতে কেন্দ্রের কার্যত উল্টো পথে হাঁটল উত্তরপ্রদেশের যোগী আদিত্য়নাথ সরকার! শিল্প সম্মেলনের ঠিক আগে, স্মার্ট মিটার বসানোর জন্য় আদানি গোষ্ঠীর টেন্ডার বাতিল করল উত্তরপ্রদেশ সরকার! প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপির মধ্য়ে কোনও চোরাস্রোত বইছে? অন্য়দিকে, গত ডিসেম্বরে রাজ্য়ের ইকনমিক অ্য়াডভাইসরি কাউন্সিলের সদস্য় হিসেবে গৌতম আদানির ছেলে করন আদানিকে রাখার কথা ঘোষণা করেছিল বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকার। প্রশ্ন উঠছে, মহারাষ্ট্র সরকারও কি কোনও পদক্ষেপ করবে? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram