প্রয়াত নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়
জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায়। চলে গেলে নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ৭:৩০টা নাগাদ দক্ষিণ কলকাতার বাড়িতে তাঁর মৃত্যু হয়। ১৯৪৫ সালে উত্তর প্রদেশের কানপুরে উষার জন্ম । বঙ্গ রঙ্গমঞ্চে ঊষা গঙ্গোপাধ্যায়ের দৌলতে হিন্দি নাটক আলাদা পরিচিতি পায়। তাঁর পরিচালনায় মহাভোজ, রুদালি, কোর্ট মার্শালের মতো একের পরে এক নাটক দর্শক সমাদর পেয়েছে। রঙ্গকর্মী নামে নাটকের দলও গড়েছিলেন তিনি।