প্রয়াত নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়
Continues below advertisement
জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায়। চলে গেলে নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ৭:৩০টা নাগাদ দক্ষিণ কলকাতার বাড়িতে তাঁর মৃত্যু হয়। ১৯৪৫ সালে উত্তর প্রদেশের কানপুরে উষার জন্ম । বঙ্গ রঙ্গমঞ্চে ঊষা গঙ্গোপাধ্যায়ের দৌলতে হিন্দি নাটক আলাদা পরিচিতি পায়। তাঁর পরিচালনায় মহাভোজ, রুদালি, কোর্ট মার্শালের মতো একের পরে এক নাটক দর্শক সমাদর পেয়েছে। রঙ্গকর্মী নামে নাটকের দলও গড়েছিলেন তিনি।
Continues below advertisement