Mamata Banerjee: অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্রের মধ্যে ঐক্য আছে : মমতা | ABP Ananda Live
Mamata Banerjee: 'স্পেন ও বাংলার অনেক মিল রয়েছে'। 'এক-দুমাসের মধ্যেই বাংলায় ফুটবল অ্যাকাডেমি করবে লা লিগা'। 'কপিল, সচিন, সৌরভের মতো ভারতে অনেক ক্রীড়া প্রতিভা আছে'। 'মহামেডান, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাব আছে বাংলায়'। 'আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন'। 'গণতন্ত্র আমাদের শক্তি'। 'অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্রের মধ্যে ঐক্য আছে'। 'অনেকে মনে করেন না ঠিকই, কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল'। স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর। 'আমরা সব ধর্ম, সম্প্রদায়কে ভালবাসি'। 'দুর্গাপুজো থেকে ক্রিসমাস, সমস্ত উৎসব সমারোহের সঙ্গে উদযাপন করা হয়'। 'ভারত এখন চাঁদে পৌঁছে গিয়েছে'। 'চন্দ্রযান অভিযানের ৪০ শতাংশ বিজ্ঞানী বাংলার'। 'নাসা থেকে শুরু করে বিদেশের বিভিন্ন জায়গায় বাঙালি বিজ্ঞানী'। 'ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো'। 'পাহাড়-জঙ্গল-নদী-সমুদ্র সবই আছে বাংলায়'। 'বাংলায় পর্যটন শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ'। 'ভারতের সাংস্কৃতিক পীঠস্থান বাংলা'। 'বাংলার মেধার মান অনেক উন্নত'। 'বাংলা শিল্পের কদর করতে জানে'। 'বাংলায় আসুন, শিল্প গড়ুন, জমির কোনও অভাব হবে না'। স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর। 'আমরা কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প করেছি বাংলায়'