'গালওয়ানে অনুপ্রবেশ ঘটেনি,' বলছেন প্রধানমন্ত্রী, 'তাহলে কেন জওয়ানদের মৃত্যু?' প্রশ্ন মহুয়া মৈত্রর
Continues below advertisement
লাদাখ সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর দাবিকে কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। ট্যুইটারে মহুয়া মৈত্র লেখেন, "সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন গালওয়ানে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। ভারতীয় ভূখণ্ড বেদখলও হয়নি। আমি বুঝতে পারছি না, যদি কিছু না ঘটে থাকে, তাহলে উত্তেজনা প্রশমনের চেষ্টা কেন? কেন সেনা এবং কূটনৈতিক পর্যায় আলোচনা? কেন এই মৃত্যু?
Continues below advertisement
Tags :
India - China Border Face Off India China Border Firing China Killed Indian Soldiers India China Ladakh Indo-China Conflict Mahua Moitra Indian Soldiers Killed Trinamool Congress Abp Ananda PM Modi TMC