Coromandel incident: করমণ্ডল বিপর্যয়ের তদন্তে এই প্রথম তল্লাশি অভিযানে সিবিআই। ABP Ananda Live

Continues below advertisement

করমণ্ডল বিপর্যয়ের তদন্তে এই প্রথম তল্লাশি অভিযানে সিবিআই। ওড়িশার সীমানা পেরিয়ে তল্লাশি রাজ্যের ২ জেলাতেও! গতরাতে ওড়িশার বিভিন্ন জায়গা, হুগলির ডানকুনি এবং পূর্ব মেদিনীপুরে অভিযান চলে। করমণ্ডল দুর্ঘটনায় সিবিআইয়ের স্ক্যানারে রেলের কর্মীরা। সিবিআই সূত্রে খবর, ওড়িশার সোরো, কেন্দাপড়া, বাহানাগা বাজারে সিগন্যাল ও রিলে রুমের দায়িত্বে ছিলেন আমির খান। আমির খান খড়গপুর ডিভিশনের সিগন্যাল বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার । সোরো থানার করমপুরে ভাড়া থাকতেন আমির
করমণ্ডল বিপর্যয়ের পর থেকেই তিনি পলাতক। তাঁর খোঁজেই গতকাল ডানকুনি ও পূর্ব মেদিনীপুরে অভিযান চালায় সিবিআই 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram