লকডাউন উপেক্ষা করে দিল্লি বাসস্ট্যান্ডে হাজার মানুষের ভিড়, সংক্রমণ নিয়ে উদ্বেগে চিকিৎসকরা
Continues below advertisement
করোনা সতর্কতায় দেশজুড়ে লকডাউন উপেক্ষা করেই দিল্লির বাস স্ট্যান্ডে হাজার-হাজার মানুষের ভিড়। দেশজুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে পুলিশি তৎপরতা ও নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। একই ছবি উত্তরপ্রদেশেও। সেখানে বর্ডার ক্রস করে নিজের রাজ্যে ফিরতে চাইছেন শ্রমিকরা। বিষয়টি সামলাতে উত্তরপ্রদেশের সরকার তাদের বাসের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপরেই ভিড় বাড়তে শুরু করে। শনিবার সকাল থেকে বাস ধরার জন্যে কয়েক হাজার মানুষ ভিড় করে ফেলে। দুপুরের পর অবস্থা নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছোটে পুলিশর। এই ঘটনায় প্রবল সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার এবং শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement
Tags :
Delhi Bus Stand Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown Government Uttar-Pradesh Workers Delhi