Puri Temple: পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দেওয়ালে হুমকি বার্তা!
ABP Ananda LIVE: পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দেওয়ালে হুমকি বার্তা! । জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায়, খবর সূত্রের । পুরী জগন্নাথ মন্দিরের কাছে বুধি মা ঠাকুরানি মন্দিরের গায়ে হুমকি-বার্তা । বুধি মা ঠাকুরানি মন্দিরের ২ জায়গায় লিখিত হুমকি । মন্দিরের দক্ষিণের পরিক্রমা মার্গের কাছে দেওয়ালে লিখিত হুমকি! । মন্দিরের নিরাপত্তা নিয়ে বাড়ছে চিন্তা। ওই জায়গার আলোকসজ্জাও ভেঙে দেওয়া হয়েছে । এর আগেও পুরীর মন্দিরে জোর-জবরদস্তি করে ভিতরে ঢোকার ঘটনা ঘটেছে । এছাড়াও লুকিয়ে ক্যামেরা নিয়ে মন্দিরে ঢোকার চেষ্টা করার ঘটনাও ঘটেছে । হুমকি-বার্তা সামনে আসার পর অভিযুক্তদের খোঁজে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
'বাংলাদেশি রোহিঙ্গা তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে', কটাক্ষ শুভেন্দুর
'বাংলাদেশি রোহিঙ্গা তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে', কটাক্ষ শুভেন্দুর। আলু চাষিদের বঞ্চনার অভিযোগে সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'বিজেপি ক্ষমতায় এলে অধিকার ফিরে পাবে কৃষকরা।ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা: বিরোধী দলনেতা। টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। কারখানা হয়নি, ফসলও হয়নি, মাছ চাষও হয়নি। শিল্প প্রতিষ্ঠান হিসেবে টাটাদের সবকিছু মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। কারখানা ধ্বংস করায় জমির চরিত্রও বদলে গিয়েছে: শুভেন্দু অধিকারী।