করোনা যুদ্ধে সৈনিক বাংলার তিন বীরাঙ্গনা - শ্রীরামপুরের ঝুমা, রায়গঞ্জের অর্পিতা ও কোচবিহারের রুমা
Continues below advertisement
করোনা বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন তিন বীরাঙ্গনা। মানব সভ্যতার এই কঠিন যুদ্ধে সেবার ঢাল নিয়ে হাজির তিন বঙ্গকন্যা। করোনার বিরুদ্ধে যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ভারতবাসী, তখন পিছিয়ে নেই এ রাজ্য়ের নারীরাও। করোনা যখন মানুষের ভাত কেড়েছে তখন এরা অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন। কেউ আবার বাড়ি বসে তৈরি করছেন মারণভাইরাস মোকাবিলার জন্য কাগজের মাস্ক। হুগলির বাসিন্দা ঝুমা নন্দীর স্বামীর মুদিখানার দোকান রয়েছে। স্বামীকে ব্য়বসায় সাহায্য করেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতিতে তিনি আর বাড়ি বসে থাকতে পারেননি। অভুক্ত ভবঘুরেদের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি। রায়গঞ্জের বাসিন্দা অর্পিতা মিত্র চাল ডাল, আলু তুলে দিচ্ছেন দিনমজুরদের হাতে। বিলি করছেন স্যানিটাইজার। পেশায় স্কুল শিক্ষিকা কোচবিহার শহরের রুমা সাহা তৈরি করছেন কাগজের মাস্ক। যাঁদের মাস্ক কেনার ক্ষমতা নেই তাঁদের জন্য এই মাস্ক বিলি করছেন তিনি।
Continues below advertisement
Tags :
Woman Of West Bengal Distribution Of Food Paper Mask Distribution Abp Ananda Coronavirus Update Coronavirus Covid-19