করোনায় ফের আক্রান্ত এক চিকিৎসক-সহ তিন নার্স
Continues below advertisement
করোনায় ফের আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক-সহ তিন নার্স। এদিন গার্ডেনরিচ হাসপাতালের তিন নার্স আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সাফাইকর্মীর সংস্পর্শ থেকেই সংক্রমণ বলে আশঙ্কা করা হচ্ছে। ওই সাফাইকর্মী কিছুদিন আগেই আক্রান্ত হন। এম আর বাঙ্গুরে ওই সাফাইকর্মী-সহ আক্রান্ত তিন নার্স চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে কলকাতা মেডিক্যালে আরও এক জুনিয়র ডাক্তার আক্রান্ত হয়েছেন। তিনি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডিতে।
Continues below advertisement
Tags :
M R Bangur Two Positive Corona Case Corona In Delhi Corona In Lucknow Corona Virus In India Corona In West Bengal Junior Doctor China Corona Union Health Minister Health Worker Beleghata ID Harsh Vardhan Corona Nurse Abp Ananda Coronavirus