Ayodhya Ram Mandir: উদ্বোধনের আগে কড়া নিরাপত্তা বলয়ে মুড়েছে রাম মন্দির। ABP Ananda Live
অযোধ্য়ায় (Ayodhya) রাম মন্দির (Ram Mandir Inauguration) উদ্বোধনের আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ রামলালার দর্শন। প্রাণপ্রতিষ্ঠার পর খুলবে মন্দির। নিরাপত্তা জোরদার করা হয়েছে মন্দির ও এলাকার। অভিযোগ, তারই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে অনলাইন প্রতারণা চক্র। কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHU)।