Tiljala Firing: তিলজলায় দুষ্কৃতীর তাণ্ডব, আক্রান্ত বাবা-ছেলে ভর্তি হাসপাতালে

Continues below advertisement

তিলজলা গুলিকাণ্ডে এবার প্রোমোটিং-যোগ। পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলায় হনুমান মন্দিরের কাছে ৩ রাউন্ড গুলি চলে। প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত বাবা-ছেলে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram