স্বাধীনতা দিবসে লাল কেল্লায় মোদি: প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে রেকর্ড, গতবছর এফডিআই বেড়েছে ১৮ শতাংশ'
Continues below advertisement
মোদি বলেন, করোনা কালেও ভারতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে শিল্প সংস্থাগুলি। গত বছর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে রেকর্ড গড়েছে ভারত। এফডিআই বেড়েছে ১৮ শতাংশ। করোনা-কালেও দেশে পরিকাঠামো উন্নয়নে নির্দিষ্ট পরিকল্পনা।
শুধু মেক ইন ইন্ডিয়া নয়, এবার ভাবতে হবে মেক ফর ওয়ার্ল্ডের কথাও। লালকেল্লার ভাষণে আত্মনির্ভর ভারতের বার্তা প্রধানমন্ত্রীর।
শুধু মেক ইন ইন্ডিয়া নয়, এবার ভাবতে হবে মেক ফর ওয়ার্ল্ডের কথাও। লালকেল্লার ভাষণে আত্মনির্ভর ভারতের বার্তা প্রধানমন্ত্রীর।
Continues below advertisement
Tags :
PM Modi Independence Day Speech Independence Day 2020 Fdi Make In India Independence Day Speech Abp Ananda Covid-19 Coronavirus Red Fort