TMC 21 July: একুশের সমাবেশে যোগ দেবে শহিদ বন্ধন দাসের পরিবার, আজও শোকে আচ্ছন্ন পরিবার

Continues below advertisement

প্রতিবারের মতো এবারও ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দেবে শহিদ বন্ধন দাসের পরিবার। শ্যামবাজারের ডালিমতলা লেনে পুরসভার আবাসনে থাকেন মা ধর্মিদেবী ও ভাই অনুপ দাস। ভাইকে রেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। পরিবারের দাবি, আজও আপদে-বিপদে পাশে থাকে তৃণমূল। ১৯৯৩ সালের ২১ জুলাই অতীন ঘোষের নেতৃত্বে ধর্মতলায় গিয়েছিলেন বন্ধন। সেদিনের গুলি চলার ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধনের প্রতিবেশী উত্তম রাম।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram