নদিয়ার TMC-র সহ সভাপতির পদ থেকে অপসারিত পার্থসারথি চট্টোপাধ্যায়

Continues below advertisement
নদিয়ায় অপসারিত তৃণমূলের (TMC) সহ সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। দল বিরোধী কাজের অভিযোগ তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে। "কেন পদে বসাল? কেনই বা সরাল জানি না। সহ সভাপতি মানে 'ভাইপো' বলেই এতদিন জানতাম।" পদ থেকে অপসারিত হওয়ার পর পাল্টা আক্রমণ তৃণমূল নেতার। অন্যদিকে মেট্রো চ্যানেলের বিশিষ্টদের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নুসরত জাঁহান (Nusrat Jahan)। সেখানে তিনি বলেন, "কোন ভারতে আমরা বাস করছি? ধর্ষণের হুমিকও আমিও অনেক পেয়েছি। আমাদের কেউ ধর্ষণের হুমকি দিলেও আমাদের বাড়িতও ঝাঁটা আছে, তাদের ঝেঁটিয়ে বিদায় করে দেব।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram