TMC: ধর্না কর্মসূচিতে গিয়ে মোবাইল ফোন হারালেন ২ তৃণমূল সাংসদ !
রাজঘাটে তৃণমূলের ধর্না কর্মসূচিতে গিয়ে মোবাইল ফোন হারালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও শতাব্দী রায়। দমকলমন্ত্রী সুজিত বসুর অভিযোগ, পুলিশের তাড়ায় খোয়া গিয়েছে তাঁর জুতোজোড়া। আবার হুড়োহুড়িতে পড়ে পথই হারিয়ে ফেললেন মন্ত্রী গোলাম রব্বানি। এদিকে আবার, মেয়ো রোডে বিজেপির মহিলা মোর্চার ধর্না অবস্থানে এসে মানিব্য়াগ হারিয়ে যায় দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহার।