TMC: সংসদে গতকালের মতোই বিরোধী-বৈঠকে গরহাজির ছিল তৃণমূল

আদানি ইস্যুতে (Adani issue) আজ সংসদে কাটতে চলেছে অচলাবস্থা। সূত্রের খবর, রাষ্ট্রপতির অভিভাষণের ওপরে আলোচনায় সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছে বিরোধীরা। আলোচনার সময় আদানি প্রসঙ্গ তুলে ধরার কৌশল নিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এদিনও মল্লিকার্জুন খাড়গের ডাকে বিরোধী দলগুলির বৈঠক হয়। গতকালের মতোই বিরোধী-বৈঠকে গরহাজির ছিল তৃণমূল (TMC)। তবে আজ দিল্লিতে আদানি ইস্যুতে LIC ও SBI অফিসের সামনে তৃণমূলের তরফে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রীর (Narendra Modi) উপস্থিতিতে বিজেপি (BJP) সংসদীয় দলের বৈঠকও শেষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola