TMC News: বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

ABP Ananda Live: ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ । তৃণমূলের ওপর গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। আক্রান্ত অনুব্রত অনুগামী আমিনপুরের তৃণমূল কর্মী স্বপন আস্থা ও সুকেশ মাল। দু'জনের বাড়িতেই হামলা চালানোর অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীদের। 'নেশাগ্রস্ত অবস্থায় দু'পক্ষের অশান্তি' ।এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, দাবি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের।

 

'১০টি বোমা মারা হয়েছে', দাবি স্থানীয়দের

'১০টি বোমা মারা হয়েছে', দাবি স্থানীয়দের। কালীগঞ্জের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৪। জানা যাচ্ছে, এই চারজনই একই পরিবারের। পশ্চিমবঙ্গে একাটা মাত্র কেন্দ্রে উপনির্বাচন। তাতেও এড়ানো গেল প্রাণহানি। তবে যার প্রাণ গেল ন বছরের শিশুটির রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। ভোটগণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় এক বালিকার মৃত্যু। উঠছে বিস্ফোরক অভিযোগ। ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয়োল্লাস থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এক ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি যারা এই ঘটনায় জড়িত তাঁদের খোঁজে তল্লাশি চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে পুলিশের তরফে জানান হয়েছে। জানা গিয়েছে, সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। সেই বোমা ফেটেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। কালীগঞ্জের মোলান্ডিতে বোমাবাজিতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে বোমায় প্রাণহানি হতে পারে, সেই বোমা নিয়ে বিজয়োল্লাস কীভাবে হয়? আর ফলাফল ঘোষণা হওয়ার আগেই এই উৎসব কীভাবে হয়? কেনই বা সেখানে বোমা নিয়ে বেরচ্ছে, সেই প্রশ্নই উঠছে!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola