TMC Politics: জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল কংগ্রেস!

Continues below advertisement

জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস (TMC)। জাতীয় দলের মর্যাদা লাভের মাপকাঠিতে ঠাঁই হল না বাংলার শাসক দলের। অরুণাচল প্রদেশ ও মণিপুরে রাজ্য দলের মর্যাদা হারায় তৃণমূল কংগ্রেস। সেইজন্য জাতীয় দলের মর্যাদা লাভের মাপকাঠিতে ঠাঁই হল না বাংলার শাসক দলের। ২০১৬ সালে বাংলা, ত্রিপুরা, অরুণাচল, মণিপুরে রাজ্যদলের স্বীকৃতি পায় তৃণমূল। তারপরই তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দেয় নির্বাচন কমিশন। ৭ বছরের মাথায় এই তকমা হারাল তৃণমূল কংগ্রেস। ৪টি রাজ্যে, এতদিন রাজ্যদলের মর্যাদা ছিল তৃণমূল কংগ্রেসের। এখন বাংলা, ত্রিপুরা, মেঘালয়ে রাজ্যদলের তকমা রয়েছে তৃণমূল কংগ্রেসের। জাতীয় দলের মর্যাদা হারাল সিপিআই, এনসিপি-ও ।
দিল্লির পরে পঞ্জাবে সরকার গড়ে তালিকায় এল আপ। ৪টি রাজ্যে, এখন রাজ্যদলের তকমা পেয়ে জাতীয় দলের তকমা পেল কেজরিওয়ালের দল

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram