Soham Chakraborty: 'সোহম ঠিক কাজ করেননি', বললেন মদন মিত্রের। ABP Ananda Live

Madan Mitra: সোহম (Soham Chakraborty)-প্রশ্নে এবার কড়া অবস্থান মদন মিত্রর (Madan Mitra)। সোহমের ঘটনা সম্পর্কে ভুল বোঝানো হয়েছিল। সোহম ঠিক কাজ করেননি, হয়ত ভূত চেপেছিল। দেব (Dev Adhikari) সম্পর্কেও খারাপ কথা বলিনি। দেব ঠিক কাজ করেছে। আমি চাই দেব বেশি করে সিনেমা করুক। মন্তব্য তৃণমূল বিধায়ক (TMC MLA Madan Mitra) মদন মিত্রর। সোহম-বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার কৃষ্ণনগরে তৃণমূল (TMC News) কাউন্সিলরের দাদাগিরি। জোর করে ক্যাফে বন্ধ করার অভিযোগ। অস্বীকার কাউন্সিলরের।  নিউটাউনকাণ্ডের রেশ কাটার আগেই কৃষ্ণনগরে ক্যাফে বিতর্ক। টেন্ডার নিয়ে প্রশ্ন তুলে, অন্য ওয়ার্ডে গিয়ে ক্যাফে বন্ধ! কাঠগড়ায় শাসক কাউন্সিলর। টেন্ডারে সমস্যা নেই, দাবি চেয়ারপার্সনের। লাথি-চড়েই ক্ষান্ত নয়, আসছে হুমকিও। সোহমের বিরুদ্ধে অভিযোগ তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের আক্রান্ত রেস্তোরাঁ মালিক। নিরাপত্তা চেয়ে আবেদন। ABP Ananda Live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola