এগরায় বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে একই মঞ্চে তৃণমূল বিধায়ক, ঘটনায় তৃণমূল বিধায়ককে শো কজ
পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে একই মঞ্চে তৃণমূল বিধায়ক। ঘটনায় তৃণমূল বিধায়ককে শো কজ। এক মঞ্চে থাকায় অপসারিত ব্লক সভাপতি, ভর্ত্সনা পুরপ্রধানকে। গতকাল এগরা মেলার উদ্বোধন ছিল। মঞ্চে একইসঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস, তৃণমূল পরিচালিত এগরা পুরসভার পুরপ্রধান শঙ্কর বেরা ও এগরা ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সিদ্ধেশ্বর বেরা। ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসে তৃণমূল জেলা নেতৃত্ব। বিধায়ককে শো কজ করা হয়েছে বলে জানান তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী। অপসারিত ব্লক সভাপতি, পুরপ্রধানকে ভর্ত্সনা করা হয়। সামাজিক অনুষ্ঠান, তাই গিয়েছিলাম। কোনও নোটিস পাইনি, এসবের পরোয়া করি না, মন্তব্য তৃণমূল বিধায়কের। যাদের সহনশীলতা নেই, তাদের রাজনীতি করা উচিত নয়, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।