Dev Adhikari: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের প্রতিশ্রুতি দেবের।ABP Ananda Live

Ghatal Master Plan: আগামী পাঁচ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) কাজ। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhowmik) সাথে জনসম্পদ ভবনে মিটিং এর পর এমনটাই জানালেন ঘাটালের এমপি দেব (Dev Adhikari)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাস থেকে কাজ শুরু হবে, জানালেন দেব। 'অনেক জমি লাগবে, নতুন করে খাল কাটতে হবে। সেচমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আশাবাদী দেব। 'রাজ্য সরকার দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ কোলেও উত্তর পায়নি। সেই কারণেই মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) উদ্যোগী হয়েছেন। 'রাজ্য সরকার দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ কোলেও উত্তর পায়নি। সেই কারণেই মুখ্যমন্ত্রী (Mamta Banerjee) উদ্যোগী হয়েছেন। 'কেন্দ্র সরকার টাকা দিয়েছিল তারপরেও কাজ এগোয়নি, দেখা যাক আগামী পাঁচ বছরে কিছু এগোয় কিনা', কটাক্ষ সুকান্তর (Sukanta Majumdar)। ABP Ananda Live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola