
Kalyan on Sitharaman : 'অর্থমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট', সীতারামনকে পাল্টা কল্যাণের
ABP Ananda LIVE : 'অর্থমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। পুরোপুরি বাংলাকে নিয়ে ৩ বছর ধরে একই কথা বলছেন, উনি করছেনটা কী?' আক্রমণ কল্যাণের। শিক্ষা থেকে খাদ্যে দুর্নীতি, সংসদে তৃণমূলকে আক্রমণে সীতারমণ। দলের নামের সঙ্গে মিল রেখে তৃণমূলস্তর থেকেই দুর্নীতি। '১০০ দিনের কাজে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড করে লুঠ। রেশনে মিড মে মিলে ১০০ কোটির কেলেঙ্কারি। নেই কাজ, নেই কারখানা, নেই কোনও নীতি, এটাই বাংলা'।
Mahakumbh 2025: মহাকুম্ভের পথে রওনা, মাঝে বাস দাঁড়াতেই রাস্তা পার পুরুলিয়ার ৩ বাসিন্দার, আচমকা উল্টোদিকের আসা গাড়িতে সব শেষ !
ফের এল মর্মান্তিক খবর। ইতিমধ্যেই কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর এসেছে। আর এবার কুম্ভমেলা যাওয়ার পথে দুর্ঘটনায় পুরুলিয়া টামনা থানার গোপলাডি গ্রামের তিন জনের মৃত্যু ! রবিবার ৯ তারিখে এই গ্রাম থেকে ১৩জন গ্রামবাসী টুরিষ্ট বাসে করে কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দেয়।আজ ভোরবেলায় প্রয়াগরাজে কাছে ভগবতী ফিলিং ষ্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই খানে বাসটি পেট্রল নিতে দাড়ায়। সেই সময় কয়েকজন যাত্রী বাথরুম যায় রাস্তা পার হয়ে সেই সময় অপরদিক থেকে আসা একটি গাড়ি তাঁদেরকে ধাক্কা মারে তারপরি এই গোপলাডি গ্রামের একি পরিবারের দুজন ও আরেকটি পরিবারের একজন মারা যায়। গ্রামে নেমেছে শোকের ছায়া।