Shatrughan Sinha: ফের রাহুল গাঁধীর প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা, আক্রমণ নরেন্দ্র মোদিকে | Bangla News

Continues below advertisement

ফের রাহুল গাঁধীর প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা। রাহুলকে ডায়নামিক ইউথ আইকন বলে ট্যুইটে সম্বোধন তৃণমূল সাংসদের। রাষ্ট্রপতির অভিভাষণের উপর রাহুলের বক্তৃতাকে সংসদের অন্যতম সেরা বলেন শত্রুঘ্ন। একইসঙ্গে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। 'দেড়ঘণ্টার ভাষণে রাহুলের তোলা একটি প্রশ্নেরও উত্তর দেননি প্রধানমন্ত্রী, যা দুর্ভাগ্যজনক', ট্যুইট তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram