Sudip Banerjee: 'পুরো রাজ্যকে কেন বঞ্চিত করা হচ্ছে ?', রাজ্যের বকেয়া নিয়ে সংসদে ফের সরব সুদীপ
রাজ্যের বকেয়া নিয়ে সংসদে ফের সরব সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'যে গ্রামের বিরুদ্ধে অভিযোগ, সেখানে টাকা দেওয়া বন্ধ করা যেতে পারে'। 'তা বলে পুরো রাজ্যকে কেন বঞ্চিত করা হচ্ছে'। 'আমরা দিল্লিতে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম'। উনি চলে যান, ওঁর সঙ্গে সাক্ষাৎ হয়নি', সংসদে অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। দেখা করব বলে সময় দিয়েছিলাম, ওঁরা আমার সঙ্গে দেখা করেননি, পাল্টা সাধ্বী নিরঞ্জন ।