TMC News: 'তৃণমূলে চলে যাওয়ায় দুঃখ পেয়েছি', শঙ্কর মালাকারের TMC-তে যোগদান প্রসঙ্গে মন্তব্য অধীরের
ABP Ananda LIVE: '২০১৪ সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খার করছে একদিকে কান্তুপুরীর লোভ দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে। আবার একদিকে উত্তরবঙ্গ আলাদা করারও লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষের সঙ্গে এইধরনের লোভ দেখিয়ে ছাড়খার করছে। আমি মনে করি বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খার করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে'। বললেন শঙ্কর মালাকার।
অনুপ্রবেশ আটকাতে গিয়ে আক্রান্ত বিএসএফ জওয়ান,সীমান্ত থেকে তুলে নিয়ে গিয়ে মারধর বাংলাদেশিদের
অনুপ্রবেশ আটকাতে গিয়ে আক্রান্ত বিএসএফ জওয়ান । বিএসএফ জওয়ানকে সীমান্ত থেকে তুলে নিয়ে গিয়ে মারধর বাংলাদেশিদের । বাংলাদেশে নিয়ে গিয়ে গাছে বেঁধে বেধড়ক মারধর দুষ্কৃতীদের । মুর্শিদাবাদের সুতির নুরপুরে বিএসএফের ৭১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানকে সীমান্ত থেকে তুলে নিয়ে মারধর । বিএসএফ-বিজিবি-র ফ্ল্যাগ মিটিংয়ের পর মুক্তি পেলেন বিএসএফ জওয়ান খবরের সত্যতা স্বীকার না করলেও ওই সীমান্তের দিকে যাচ্ছেন বিএসএফের আধিকারিকর।