TMC: প্রধানমন্ত্রীর সভার পরই বিশ্রী চেহারা নেহরু স্টেডিয়ামের, ধানগাছ পুঁতে বিক্ষোভ তৃণমূল বিধায়কের

ABP Ananda LIVE: স্টেডিয়াম জুড়ে মাটি খুঁড়ে তৈরি হয়েছে মঞ্চ থেকে একাধিক শেড। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সভার পরই বিশ্রী চেহারা নিয়েছে নেহরু স্টেডিয়াম। প্রতিবাদে শনিবার, স্টেডিয়ামের জমা জলে ধানগাছ পুঁতে বিক্ষোভ দেখালেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

 

পাটনার হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন কয়েদিকে হত্যা ! তারপর..

পাটনার হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন কয়েদিকে খু ন। খু নকাণ্ডে জড়িত ৫ অভিযুক্তর হদিশ বাংলায়। পাকড়াও গ্য়াংয়ের ৫ সদস্য , খবর সূত্রের। সন্দেশখালিতে জাল নোটের পাহাড়! সন্দেশখালি থানা এলাকা থেকে উদ্ধার ৯ কোটি টাকার জাল নোট। ধামাখালি ফেরিঘাট থেকে উদ্ধার জাল নোট। জাল নোট উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২ জন। ধৃতদের নাম সিরাজউদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী।বড় ধরনের অপরাধ সংগঠিত করার উদ্দেশেই জড়ো হয়েছিল ধৃতরা, অনুমান পুলিশের। সকাল ৮টা পর্যন্ত ছাড়, ৯টা থেকে ১১টা পর্যন্ত যেন যানজট না হয়। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে মিছিলের সময় বাঁধল হাইকোর্ট। তৃণমূলের একুশে সমাবেশে যানজটের আশঙ্কা। কলকাতার একাধিক নামী স্কুল বন্ধ। কোথাও অনলাইনে ক্লাস। পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ে পিছলো পরীক্ষা। ভোট পরবর্তী সন্ত্রাসে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, নারকেলডাঙার তৎকালীন ওসি, আইও, হোমগার্ড-সহ ৪জনের জেল হেফাজত। খারিজ আগাম জামিনের আর্জি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola