TMC News: ধর্মতলায় পৌঁছতে এবার লঞ্চে তৃণমূলের কর্মী-সমর্থকরা, হাওড়া ফেরিঘাটে ধরা পড়ল সেই ছবি
ABP Ananda LIVE: গোসাবা থেকে নৌকায় কলকাতার পথে তৃণমূল কর্মী-সমর্থকদের। জয়নগর থেকে সাইকেলেও শাসক দলের কর্মী-সমর্থকরা। নদীপথে সভার পথে। পাশাপাশি সকাল গড়াতেই মঞ্চের সামনে জনজোয়ার। হাজরা থেকে ট্যাবলো এল ধর্মতলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে নবদ্বীপের তাঁত শিল্পী। কেউ এলেন শাহরুখ খান সেজেও।
হাওড়া স্টেশনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো তোরণ
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে চড়ে ধর্মতলার উদ্দেশে রওনা দেন তাঁরা। হাওড়া স্টেশনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো তোরণ তৈরি করা হয়েছে। জেলা থেকে আসা দলীয় কর্মী, সমর্থকদের সহায়তার জন্য তৃণমূলের তরফে হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক।
Tags :
Martyrs Day Rally TMC Martyr Day Tmc Martyrs Day Rally Tmc Martyrs Day Rally Tmc Rally On Martyrs Day Tmc’s Martyr’s Day Rally Tmc 21 July Martyr’s Day Rally Tmcs Annual Martyrs Day Rally. Akhilesh Yadav To Attend Tmc Martyrs Day Rally