TMC Protest: কৈলাসের বিতর্কিত মন্তব্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে ফের বিতর্ক। 'মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করি না',  কৈলাসের মন্তব্য নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। 'ছোট পোশাক পরে নিজস্বী তুলতে এলে ফিরিয়ে দিই'। কৈলাসের বিতর্কিত মন্তব্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল 'প্রধানমন্ত্রীর কাছ থেকে উত্তর চাই'। 'আপনি কৈলাস বিজয়বর্গীয় মতামতকে সমর্থন করেন?'  সোশাল মিডিয়ায় কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য তুলে সরব তৃণমূল। 'নারীদের অবমাননা করা কি এখন আপনার দলের একটি আনুষ্ঠানিক নীতি?' 'তাৎক্ষণিক পদক্ষেপ নিন ও তার পদত্যাগ দাবি করুন'। ২০২৩: মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কৈলাস।

 

অপারেশন সিঁদুর TMC বিধায়কের মন্তব্যে FIR দায়ের, NIA হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর

অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য়ের জেরে অভিযোগ দায়ের।  কুলটি থানায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি। ই-মেল মারফৎ অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল বিধায়ককে NIA হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। 

একদিকে যখন 'অপারেশন সিঁদুর'-এর পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে মোদি সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশ সফর শেষ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তখন তার দলের বিধায়কের মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য়। পাকিস্তানের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলে গোটা বিষয়কেই নাটক বলে আক্রমণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, "কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ, যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে... এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে। এ সিঁদুর  মায়ের সিঁথিতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাঁকে উচিত শিক্ষা দিতে হবে।'' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola