‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি ঘিরে ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কাঠগড়ায় দলীয় বিধায়ক, পথ অবরোধ
Continues below advertisement
এই ক’দিন আগে নেতাজি ইন্ডোর কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেউ লবি করবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অগ্রাহ্য করে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দলীয় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তৃণমূলের নতুন জনসংযোগ কর্মসূচি, 'বাংলার গর্ব মমতা'-এ যোগ দেওয়ার জন্য তৃণমূলের চার পঞ্চায়েত প্রধান, দশ পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদের দু'জন সদস্যকে আমন্ত্রণ জানাননি ক্যানিং পশ্চিম-এর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। দলীয় কর্মীদের পাল্টা দাবি, শ্যমলবাবুই বহিরাগত। কারণ তিনি বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বাসিন্দা। এ বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Continues below advertisement
Tags :
Trinamool Panchayat Zila Parishad Pnchayat Samiti Bangalr Garbo Mamata Shyamal Mondol Riot At Canning Bengal's Pride Mamata Trinamool Corruption Canning