এক ঝলকে: আমপান-আশঙ্কায় উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা, চলছে প্রচার, তৈরি ত্রাণশিবির
Continues below advertisement
সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় আমপান। এই পূর্বাভাসের পরেই সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এলাকায় মাইকে প্রচার। তৈরি রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলিকে। দিঘা, মন্দারমণি-সহ রামনগর বিধানসভা এলাকায় ৮টি ত্রাণশিবির ও বেশ কয়েকটি সরকারি স্কুলে দুর্গতদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মজুত করা হয়েছে পর্যাপ্ত ত্রাণ।
Continues below advertisement
Tags :
Abp Ananda Amphan Cyclone Kolkata Cyclone Amphan In India Cyclone Amphan Imd Odisha Cyclone Amphan Amphan Cyclone India Amphan Cyclone Update