এক ঝলকে : জলপাইগুড়ির কোয়ারেন্টিন সেন্টারের অব্যবস্থা নিয়ে সূর্যকান্তর পোস্ট ঘিরে বিতর্ক, বাসে সংক্রমণ আশঙ্কা
Continues below advertisement
করোনা আবহে জলপাইগুড়ির কোয়ারেন্টিন সেন্টার নিয়ে ফেসবুকে সূর্যকান্ত মিশ্রর পোস্ট করা ভিডিও ঘিরে বিতর্ক। ভিডিওয়ে চিকিৎসক, খাবার নিয়ে একগুচ্ছ অভিযোগ আক্রান্তদের। পাল্টা উত্তর দিলেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। ভিডিওয়ে তোলা অভিযোগ অস্বীকার জেলার করোনা বিষয়ক ওএসডির। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। করোনা আবহে হাওড়ায় গণপরিবহন ব্যবহারে সংক্রমণের আশঙ্কা। বেসরকারি বাসগুলিকে সঠিকভাবে জীবাণুমুক্ত না করার অভিযোগ। অব্যবস্থার দায় প্রশাসনের উপর চাপাল বাস মালিক সংগঠন। সরকারি ডিপোতে নিয়ে এলে জীবাণুমুক্ত করে দেওয়া হবে, জানাল প্রশাসন।
Continues below advertisement
Tags :
Qurantine Center Ek Jhalake Suryakanta Mishra Howrah Abp Ananda Jalpaiguri Coronavirus Covid-19