এক ঝলকে : তৃণমূল কার্যালয়ে ‘আগুন বিজেপির’ , খুলল দার্জিলিং চিড়িয়াখানা, সঙ্গে আরও খবর

Continues below advertisement

পশ্চিম মেদিনীপুরে সবং-এ তৃণমূলের পার্টি অফিসে ঢুকে কর্মীদের মারধর, ভাঙচুর, বোমাবাজি, আগুন। আহত ৬ তৃণমূলকর্মী। অভিযুক্ত বিজেপি। অভিযোগ অস্বীকার করে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের দিকে ইঙ্গিত ভারতী ঘোষের।

 বিজেপির মহিলা মোর্চার নেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ভুয়ো পোস্ট শেয়ার করার অভিযোগ। ডানকুনির বাড়ি থেকে গ্রেফতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী শর্বরী সেনগুপ্ত। ফাঁসানোর অভিযোগ বিজেপির। আইন আইনের পথে চলবে, পাল্টা শাসকদল।


 বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। পরিবারের দাবি, অপমানে আত্মঘাতী কিশোরী। নরেন্দ্রপুরের খুড়িগাছিতে অভিযুক্তর বাড়ি ভাঙচুর, মৃতদেহ নিয়ে পথ অবরোধ। আটক অভিযুক্ত, পলাতক বাবা।



ব্যারাকপুরে গিয়ে ফের রাজ্যপালের নিশানায় রাজ্য। হাথরসে ডিএম-কে নিয়ে কী বলবেন? পাল্টা তৃণমূল।



 প্রয়োজনে বুথ জ্যাম করে ভোট করব। বীরভূমের মুরারইতে দলীয় সভায় করা এই মন্তব্যের জন্য তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির। বুথ সভাপতির মন্তব্য দল সমর্থন করে না। মন্তব্য জেলা তৃণমূল নেতৃত্বের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram