ফটাফট : সাড়ম্বরে রাম মন্দিরের ভূমিপুজো, সরযূ তীরে অকাল দীপাবলি
নির্ধারিত সূচি মেনে বৈদিকমতে রাম মন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী। ৪০ কেজির রুপোর ইঁট দিয়ে হল শিলান্যাস। তার আগে রামলালাকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী। শিল্যানাসের পর সরযূ নদীর তীরে হয় আরতি। পালিত হয় অকাল দীপাবলি।