Parliament Chaos: লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী-সহ মোট ৩১ জন বিরোধী সাংসদ | ABP Ananda LIVE
এবার লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী। কংগ্রেসের লোকসভার দলনেতা সাসপেন্ড। শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী। সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। অধীর সহ মোট ৩১ জন বিরোধী সাংসদ সাসপেন্ড। স্মোককাণ্ডে লোকসভায় হট্টগোলের অভিযোগে সাসপেন্ড অধীর সহ বিরোধী দলের ৩১ সাংসদ। সংসদে হানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে লোকসভায় হট্টগোল বিরোধীদের।