CM Mamata Banerjee: 'রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই',আক্রমণ মুখ্যমন্ত্রীর। ABP Ananda Live

Continues below advertisement

Kanchenjunga Express Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Kanchenjunga Express Train Accident) ইতিমধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন। এদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছে রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি জানি না, দেশে কী চলছে ?! ' কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে, 'অ্যাডমিনিস্ট্রেশনের অবহেলা' নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন তিনি। রেলে বারবার কেন ফিরছে দুর্ঘটনা, প্রশ্ন তুলেছেন তিনি। মমতার কথায়, 'আপনারা জানেন, এর আগে পুরিতে যেটা হল, সেখানেও আমি গিয়েছিলাম। এখনও ওখানে মনে হয় প্রচুর ডেডবডি পড়ে আছে। যাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। হয়তো একসঙ্গে পুড়িয়ে দেবে। অথচ যাদের গেল, তাঁদের গেল। দেখুন দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই। ফ্যাক্ট। কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট, অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার।' ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram