Train Cancellation : মেরামতির কারণে বাতিল প্রচুর দূরপাল্লার ট্রেন, ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। ABP Ananda Live

Continues below advertisement

মেরামতির (Maintanence Work) কারণে দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল প্রচুর দূরপাল্লার ট্রেন (Long Distance Train)। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। রেল সূত্রে খবর, ইস্টকোস্ট রেলের খুরদা ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তার জেরেই গোটা মাস ধরে মোট ১২২টি ট্রেন বাতিল করা হয়েছে। একগুচ্ছ ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। বাতিলের তালিকায় রয়েছে মূলত ওড়িশা ও দক্ষিণ ভারতগামী ট্রেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram